শহরের প্রথম বিমানবন্দর কারটিস-রাইট ফ্লাইং ফিল্ড ১৯২৯ সালে চালু হয়, একই বছর স্টক মার্কেট ধ্বশে র্যালির ছয়টি ব্যাংক বন্ধ হয়ে যায়। ১৯৩০ সালের কঠিন মহামন্দার সম্যে, র্যালির সরকারি সকল স্তরে চাকরির সুযোগ করে ছিল। বিনোদনমূলক ও শিক্ষাগত প্রোগ্রাম চালু এবং সরকারি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিল। ১৯৫৪ সালে হ্যারিকেন হাজেল-এর প্রভাবে ব্যাপক ক্ষতি হয়। ১৯৫৬ সালে প্রথম স্থানীয় টেলিভিশন কেন্দ্র WRAL-TV চালু হয়। ১৯৫৯ সালে গবেষণা পার্ক চালুর পড়ে র্যালিতে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৯৬০ সালে জনসংখ্যা ১,০০,০০০ জন হয়।