তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সেবার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, নিত্যনতুন উদ্ভাবন, সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে উদ্বুদ্ধকরণ সহ নানামুখি উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ১৯/০১/২০১৭ খ্রি. থেকে ২১/০১/২০১৭ খ্রি. পর্যন্ত কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন, কুষ্টিয়া এর আয়োজনে এবং এটুআই প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ডিজিটাল ইনোভেশন ফেয়ার(ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭)। এই মোট ৪টি প্যাভিলিয়নে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের ব্যবস্থা থাকবে। প্যাভিলিয়ন সমূহের বিন্যাসঃ প্যাভিলিয়ন১- ই-সেবাসমূহ, প্যাভিলিয়ন২- জনগণের দোরগোড়ায় সেবা, প্যাভিলিয়ন৩-শিক্ষা ও কর্মসংস্থান, প্যাভিলিয়ন৪-তরুণ উদ্ভাবক:প্রদর্শনী ও প্রতিযোগীতা। মেলায় অংশগ্রহনের মাধ্যমে জনসাধারন সরকারি/বেসরকারি বিভিন্ন ই-সেবা, নিত্যনতুন উদ্ভাবন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের সাফল্য/অগ্রগতি ইত্যাদি সম্পর্কে ধারনা লাভ করতে পারবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস