ক্রমিক নং | এতিমখানারনাম | স্থান | ইউনিয়ন |
১ | ঝাউদিয়া এতিমখানা | ঝাউদিয়া | রিফাইতপুর |
২ | সরকাপাড়া এতিমখানা | রিফাইতপুর | রিফাইতপুর |
৩ | উপজেলা এতিমখানা | উপজেলা পরিষদ চত্বর | দৌলতপুর ইউপি |
৪ | দৌলতপুর খাঁনপাড়া এতিমখানা | দৌলতপুর খাঁনপাড়া | প্রাগপুর ইউপি |
৫ | গুপিনাথপুর এতিমখানা | গুপিনাথপুর (সেন্টার মোড়) | খলিশাকুন্ডি ইউপি |
৬ | চকদৌলতপুর এতিমখানা | চকদৌলতপুর | দৌলতপুর ইউপি |
৭ | দৌলতখালী এতিমখানা | দৌলতখালী | দৌলতপুর |
৮ | কাপড়পোড়া এতিমখানা | কাপড়পোড়া | আড়িয়া ইউপি |
৯ | গড়বাড়ীয়া এতিমখানা | গড়বাড়ীয়া | মথুরাপুর ইউপি |
১০ | লাউবাড়ী এতিমখানা | লাউবাড়ী | পিয়ারপুর ইউপি |
দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার অধীনে একটি উপজেলা। দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। এর উত্তরে বাঘা ও লালপুর, দক্ষিণে গাংনী ও মিরপুর, পুর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। মাথাভাঙ্গা ও পদ্মা এই উপজেলার প্রধান নদী। এছাড়া হিসনা নামের আরো একটি নদী দৌলতপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে।
১৯৮৩ সালে দৌলতপুর থানাকে উপজেলা হিসেবে ঘোষনা করা হয়। দৌলতপুর উপজেলায় ১৪টি ইউনিয়ন, ১৬১টি মৌজা ও ২৪২টি গ্রাম রয়েছে।
দৌলতপুর উপজেলার শিক্ষিতের হার ২০.৫%; যার মধ্যে ২৫% পুরুষ ও ১৫.৭% মহিলা। এই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগূলোর মধ্যে রয়েছেঃ মহাবিদ্যালয়ঃ ১১ টি, মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪৫ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১০৫ টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮২ টি, মাদ্রাসাঃ ৩৫টি, ভকেশনাল প্রশিক্ষন কেন্দ্রঃ ১ টি এবং এতিমখানাঃ ১ টি
কৃতী ব্যক্তিদের ভিতরে আছেনঃ
১। শাহ আজিজুর রহমানঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। শাহ আজিজুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাই জন্মগ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস