প্রিয় মাতৃভূমির আজকের এ স্বপ্নদীপ্ত উত্তরণ আমাদের মনে করিয়ে দেয় শাসন ও শোষণের নির্মম আলেখ্য। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও সর্বোচ্চ ত্যাগের সুফল ভোগ করছে এ জাতি। আজ দেশের প্রতিটি সেক্টরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। ঠিক এ সুসময়ে দেশের অত্যন্ত সম্ভাবনাময় উপজেলা দৌলতপুর, কুষ্টিয়ার বিভিন্নক্ষেত্রে পরিবর্তনের ছোয়া লেগেছে। ঐতিহ্যবাহী এ জেলার সাস্কৃতিক কর্মকান্ড, অর্থনৈতিক অগ্রগতি, কৃষিজ সম্পদ সর্বপরি উন্নত মানবসম্পদ গঠন ও একটি সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল ধরনের সেবা সহজীকরণের মাধ্যমে দৌলতপুর একটি মডেল উপজেলায় পরিনত হবে। দৌলতপুর উপজেলার সাধারণ মানুষের চিন্তা শক্তি, কর্ম ও সকল উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রবল আগ্রহের কারণে বর্তমানে এ উপজেলার চলমান উন্নয়ন সকলের নজরে এসেছে। এ উপজেলার প্রত্যেকটি মানুষ সহযোগিতা পরায়ন ও আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এ উপজেলার সার্বিক উন্নয়নে যারা অবিরত প্ররিশ্রম করে চলেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দৌলতপুর উপজেলার কাঙ্খিত উন্নয়নের পথে সকল স্থরের জনগনের সম্মিলিত অংশগ্রহণ এগিয়ে যাওয়ার নিয়ামক হবে এটাই প্রত্যাশা।
আমি দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস