জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে দৌলতপুরে ২জন স্কুল ছাত্রীকে সাইকেল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল। অদ্য ১২/০১/২০১৫ খ্রিঃ তারিখ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ডেকে দুই শিক্ষার্থীর হাতে উপহার স্বরুপ সাইকেল ২টি বুঝিয়ে দেন। এসময় দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের আহবায় খন্দকার আবুল কালাম আজাদ, সাংবাদিক শরীফুল ইসলাম, শিক্ষক আবুল কালামসহ উপহার পাওয়া দুই ছাত্রীর অভিভাবক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাইকেল উপহার পাওয়া দুই শিক্ষার্থীর দৌলতপুর পাইলট হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস